আজকাল ওয়েবডেস্ক: বাঞ্জি জাম্পিংয়ের ভাইরাল ভিডিওর দৃশ্য দেখে হেসে লুটোপুটি খেল নেটিজেনরা। 
 কী এমন ছিল ওই ভিডিওতে যা হাসির খোঁড়াক হয়েছে সমাজমাধ্যমে।

উঁচু জায়গা থেকে দড়ির সাহায্য মাটিতে লাফ দেওয়াকে বলা হয় বাঞ্জি জাম্পিং। এই বাঞ্জি জাম্পিং কোনও পুতুল খেলার মতো বিষয় নয়। যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সেকারণেই আগে থেকে অংশগ্রহণকারীকে দিয়ে বন্ডে দিয়ে সই করিয়ে নেন কর্তৃপক্ষ।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি  বাঞ্জি জাম্পিং  করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু পরেই ওই ব্যক্তি যা কাণ্ড করলেন, তা দেখে অবাক নেটিজেনরা।  এযেন বাঞ্জিজামপিংয়ের নামে কৌতুক। এক ব্যক্তিকে ওয়াচ টাওয়ারের মতো ইস্পাতের কাঠামো থেকে লাফ দিতে দেখা যাচ্ছে। খুব একটা উচ্চতাও না ওই টাওয়ারটি।  ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং তা দেখামাত্রই  হেসে ফেলেছন নেটিজেনরা। যুবককে কটাক্ষ করতে  ছাড়েননি নেটপাড়ার বাসিন্দারা । মজার মজার প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। 

এক ব্যক্তি মজা করে লিখেছেন, প্রাঙ্ক কার সঙ্গে হচ্ছে ? আমার সঙ্গে নাকি ওনার সঙ্গে। আরও এক ব্যক্তি লিখছেন, ভিডিওটি দেখার জন্য টাকা ফেরত চান তিনি।